Header Ads

৩ ডিসেম্বরের মধ্যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল গুয়াহাটি হাইকোর্ট


বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত করার নির্দেশ দিল গুয়াহাটি হাইকোর্ট। বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পাঁচ বছরের কার্যকাল গত ৩ জুন শেষ হয়।  কিন্তু তার আগেই গত ৩১ মে অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির নির্দেশ মর্মে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ বিজেপি শাসিত পার্বত্য পরিষদের মেয়াদ ছয় মাসের জন্য বাড়িয়ে দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ জুন প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবার গুয়াহাটি হাইকোর্টে বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যকাল ছয়মাস বাড়িয়ে দেওয়ার রাজ্যসরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। বুধবার এই মামলার শুনানি ছিল। গুয়াহাটি হাইকোর্টের অ্যাক্টিং মুখ্য বিচারপতি এ কে গোস্বামী আগামী ৩ ডিসেম্বরের মধ্যে দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন প্রক্রিয়া শেষ করে পরিষদ গঠন করার নির্দেশ দেন রাজ্যসরকারকে। এবং উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনের দিন তারিখ ঠিক করে আগামী ৪ অক্টোবর গুয়াহাটি হাইকোর্টে দাখিল করার জন্য রাজ্যসরকারকে নির্দেশ দেন অ্যাক্টিং মুখ্য বিচারপতি এ কে গোস্বামী। বুধবার গুয়াহাটি হাইকোর্ট পার্বত্য পরিষদ নির্বাচন নিয়ে যে রায় দিয়েছে এনিয়ে সন্তোষ ব্যক্ত করেন প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.