Header Ads

বিবেকানন্দের শিকাগো ভাষণ আজও প্ৰাসঙ্গিকঃ রাজ্যপাল জগদীশ মুখী


গুয়াহাটিঃ ১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে এক বিশ্ব ধৰ্ম সন্মেলনে ভাষণ দিয়ে স্বামী বিবেকানন্দ ভারতের আধ্যাত্মিক আকাশকে উজ্জ্বল করে তুলে সারা বিশ্বের দৃষ্টি আকৰ্ষণ করেছিলেন। সেই ঐতিহাসিক ভাষণের ১২৫ বছর পুৰ্ত্তি উপলক্ষে গুয়াহাটি রামকৃষ্ণ মিশন আজ এক স্মরণ সভার আয়োজন করেছিল। রাজ্যপাল জগদীশ মুখী বিবেকানন্দের প্ৰতি শ্ৰদ্ধা পোষণ করে বলেন, তার ভাষণ আজও প্ৰাসঙ্গিক। বিশ্বের দরবারে হিন্দুত্ববাদের দুয়ার খুলে দিয়েছিলনে স্বামীজি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী আত্মাসুখদানন্দা, স্বামী অচু্যতেশ্বানন্দা, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আৰ্টস দিগন্ত বিশ্ব শৰ্মা, অধ্যাপক অমলেন্দু চক্ৰবৰ্তী প্ৰমুখ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.