Header Ads

ধৰ্মঘটের ফলে রাজ্যে রন্ধন গ্যাসের সংকট সৃষ্টির আশংঙ্কা

ডিজেল-পেট্ৰোলের মূল্য হ্ৰাস করার লক্ষ্যে কয়েকটি রাজ্য আবকারী শুল্ক কমিয়েছে

গুয়াহাটিঃ আন্তৰ্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি অজুহাতে দেশে পেট্ৰোল-ডিজেলের মূল্য বেড়েই চলেছে। অতীতের সব রেকৰ্ড ভেঙ্গে দিয়েছে। পেট্ৰোলের মূল্য ৯০ টাকা ছুঁই ছুঁই। পশ্চিমবঙ্গ, অন্ধ্ৰপ্ৰদেশ, রাজস্থান, কেরালা সরকার তেলের উপর আরোপিত রাজ্য সরকারের আবকারী শুল্ক অনেকটা হ্ৰাস করে জনগণের দুৰ্ভোগ কমিয়েছে। অসম এখন সেই রাস্তায় হাঁটে নি। রাজ্যে লক্ষাধিক ট্ৰেক্টর ব্যবহার করে জমি চাষ করা হয়। ডিজেলের অস্বাভাবিক মূল্যের ফলে উৎপাদিত সামগ্ৰীর মূল্যও ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। টাকার মূল্য ডলারের অনুপাতে ক্ৰমশ নিম্নগামী। এদিকে আবার ‘এলপিজি ট্ৰান্সপোর্ট এসোসিয়েশন' গত তিন দিন থেকে রাজ্যে জুড়ে অনিৰ্দিষ্টকালীন ধৰ্মঘট শুরু করেছে। এই অঞ্চলের ৬ টি এলপিজি উৎপাদন প্ৰকল্পের রন্ধন গ্যাস বাইরে পাঠানো যাচ্ছে না, প্ৰায় ১২০০ ট্ৰাক বসে গেছে। এসোসিয়েশনের নেতারা অভিযোগ করেছেন, আই ও সির কাৰ্যালয় কলকাতায় স্থানান্তর করার প্ৰতিবাদ, কমিশনের হার কমিয়ে দেওয়া এবং টেণ্ডারের কাজ কলকাতা থেকে নিয়ন্ত্ৰিত হওয়ার প্ৰতিবাদে ধৰ্মঘট চলবেই। আসন্ন পুজোর আগে রাজ্যে রন্ধন গ্যাসের সংকট হবে বলে আশংঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.