Header Ads

ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবার উদ্বোধন হাফলং মুখ্য ডাকঘরে


বিপ্লব দেবঃ হাফলং 
পুরো দেশের সঙ্গে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে পোষ্টাল ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে আজ এক নতুন যাত্রার সূচনা হয়েছে যা সমগ্র ডিমা হাসাও বাসী বা ডাক বিভাগের কাছে এক ঐতিহাসিক মূহুর্ত বলে উল্লেখ করেন বিধায়ক বীরভদ্র হাগজার। শনিবার হাফলং মুখ্য ডাকঘরে ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীরভদ্র হাগজার বলেন ডাক বিভাগের কাছে এ এক মাইল স্টোন এবং ডাক বিভাগের কাছে আজকের দিনটি ঐতিহাসিক বলে উল্লেখ করে ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস-র মাধ্যমে জেলার প্রত্যন্ত ও গ্রামীন এলাকার মানুষ এই সুযোগ লাভ করতে পারবে। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলাশাসক অমিতাভ রাজখোয়া বলেন আজকের দিনটি দেশের জনগনের কাছে এক ঐতিহাসিক মূহুর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোষ্টেল নেটওয়ার্কের ক্ষেত্রে এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। উল্লেখ্য শনিবার দুপুর ২ টায় সর্বভারতীয় স্তরে দিল্লির তালকোটরা ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক-এর শুভারম্ভ করার সাথে সাথে দেশের সব কয়টি ডাকঘরে এই পরিষেবা শুরু হয়ে গেল। ইন্ডিয়া পোষ্ট পেমেন্ট ব্যাঙ্ক-এর উদ্বোধন উপলক্ষে ডাক বিভাগের আইপিপিবি নিয়ে একটি বিশেষ খাম-এর উন্মোচন করেন বিধায়ক বীরভদ্র হাগজার জেলাশাসক অমিতাভ রাজখোয়া পুলিশসুপার প্রশান্ত শইকীয়া হাফলং সরকারী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ড মিজানুর রহমান। এদিন আইপিপিবি-র উদ্বোধনী অনুষ্ঠানে ডাক বিভাগের কর্মী সহ জেলার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.