Header Ads

হেট্ৰিক করা হিমা দাসের ধিংয়ের গ্ৰামে উৎসবের জোয়ার, রাষ্ট্ৰপতি সেই গ্ৰামে যেতে পারেন


৪-৪০০ রীলে রেসে হিমা দাসের নেতৃত্বে স্বর্ণ পদক পাওয়ার পর অসমের নগাঁও জেলার ধিংয়ের কান্দুমারি গ্ৰামে উৎসব শুরু হয়েছে। গ্ৰামবাসীরা হিমা দাসের প্ৰতিমূর্তি গড়ার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ আগামী অসম সফরে  হিমা দাসের গ্ৰাম সফরের কথা আছে। হিমা দাসের সঙ্গে অন্যান্য ৩ জন সরিতা, বিস্ময়া এবং পুভম্মারদের গ্ৰামেও উৎসবের বান ডেকেছে। অসম সরকার ইতিমধ্যে হিমা দাসকে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। হিমা দাস  সোনার পদক  ছাড়াও ২টি রূপার পদক পেয়ে হেট্ৰিক করেছেন।পশ্চিমবঙ্গের কোচবিহারের কোচ রাজবংশী জনগোষ্ঠীর কন্যা স্বপ্না বর্মণ সোনার পদক পাওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ লক্ষ টাকা এবং চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.