Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা


বিপ্লব দেব, হাফলংঃ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন ও ডিমা হাসাও জেলাপ্রশাসন সেপ্টেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত করতে চাইলে ও রাজ্যসরকার এখনই নির্বাচনের পক্ষে নয়। অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির নির্দেশে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ আগামী ডিসেম্বর পর্যন্ত ছয়মাসের জন্য বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যকাল বাড়িয়ে দিয়েছে। আর একে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএম গুয়াহাটি হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এই মামলার শুনানির দিন ছিল বুধবার। কিন্তু বুধবার এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যসরকারের পক্ষ থেকে গুয়াহাটি হাইকোর্টে হলফনামা দাখিল করার কথা থাকলে ও বুধবার এই হলফনামা রাজ্যসরকারের পক্ষ থেকে দাখিল করা হয়নি। উল্টো রাজ্যসরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল গুয়াহাটি হাইকোর্টে হলফনামা দাখিলের জন্য আরো দু‘সপ্তাহ সময় চাওয়ায় গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি অজিত সিং এই মামলার শুনানি আরো দু‘সপ্তাহের জন্য পিছিয়ে দেয়। এতেই স্পষ্ট হয়ে পড়ে আগামী সেপ্টেম্বরে পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। রাজ্যসরকার পার্বত্য পরিষদের নির্বাচন পিছিয়ে আগামী নভেম্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে। উল্লেখ্য গত ৩ জুন বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পাঁচ বছরের কার্যকাল শেষ হয়। কিন্তু এনআরসির বাহানায় অসমের রাজ্যপালের নির্দেশে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি যোগে দেবোলাল গার্লোসার নেতৃত্বে বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যকাল ছয়মাস বাড়িয়ে দেয়। আগামী ৩ ডিসেম্বরে পার্বত্য পরিষদের ছয়মাসের কার্যকাল শেষ হবে। এবং এই ছয়মাসের মধ্যেই পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ইঙ্গিত পাওয়া গেছে গত নয় জুন হাফলং সফরকালে রাজ্যের পূর্ত স্বাস্থ্য তথা অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী সুম রংহাংয়ের কাছ থেকে। মন্ত্রী শর্মা সাংবাদিকদের জানিয়েছিলেন ডিসেম্বরের পর বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যকাল আর বাড়ানো হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যেই ডিমা হাসাও জেলাপ্রশাসনের পক্ষ থেকে আগামী ২৮ সেপ্টেম্বর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজ্যের নির্বাচন কমিশন ও রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে করে সেপ্টেম্বরে পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.