Header Ads

হাফলং পোষ্ট অফিসে আধার কার্ড তৈরীর জন্য জোর করে অ্যাকাউন্ট খোলানোর অভিযোগ পোষ্টমাস্টারের বিরুদ্ধে


বিপ্লব দেবঃ হাফলং আধার কার্ড তৈরীর করার জন্য এবার জোর করে অ্যাকাউন্ট খোলানোর অভিযোগ উঠল হাফলং পোষ্ট অফিসের বিরুদ্ধে। হাফলঙের এনজিও আরো সোসাইটির অভিযোগ হাফলং পোষ্ট অফিসে কেউ আধার কার্ড তৈরী করতে গেলেই প্রথমে জানতে চাওয়া ওই ব্যাক্তির হাফলং পোষ্ট অফিসে কোন অ্যাকাউন্ট রয়েছে কিনা। যদি অ্যাকাউন্ট না থাকে আধার কার্ড তৈরীর করার জন্য ওই ব্যাক্তি জোর করে অ্যাকাউন্ট খোলাতে বাধ্য করেন   ভারপ্রাপ্ত পোষ্ট মাষ্টার দিলীপ বর্মন এমনই অভিযোগ করেন এনজিও আরো সোসাইটির সভাপতি মিঠুন সরকার। তবে আধার কার্ড তৈরীর ক্ষেত্রে এমন কোনও নির্দেশ নেই ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার। কিন্তু এ সব নিয়ম না মেনে হাফলং পোষ্ট অফিস কেউ আধার কার্ড তৈরী করতে পোষ্ট অফিসে যাওয়ার পর পোষ্ট অফিসে অ্যাকাউন্ট না থাকা মানুষকে জোর করে অ্যাকাউন্ট খোলতে বাধ্য করা হচ্ছে এ নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য আরো সোসাইটি ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার কাছে এক স্মারকলিপি তুলে দেয়। এবং সঙ্গে সঙ্গে জেলাশাসক এনিয়ে ব্যবস্থা গ্রহন করেন এবং হাফলং পোষ্ট অফিস কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়ে এ সব বন্ধ করার নির্দেশ দেন। জেলাশাসক জানিয়ে দেন যারাই পোষ্ট অফিসে আধার কার্ড তৈরী করতে আসবেন তাদের আধার কার্ড অ্যাকাউন্ট ছাড়া তৈরী করতে হবে। আধার কার্ড তৈরীর জন্য কাউকে জোর করে অ্যাকাউন্ট খোলতে বাধ্য করতে পারবেনা বলে  জেলাশাসক স্পষ্ট জানিয়ে দেন হাফলং পোষ্ট অফিস কর্তৃপক্ষকে। জেলাশাসক অমিতাভ রাজখোয়া বলেন ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিট অব ইন্ডিয়ার নিয়ম মেনে আধার কার্ড তৈরী করার নির্দেশ দেন হাফলং পোষ্ট অফিস কর্তৃপক্ষকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.