Header Ads

জাটিঙ্গায় কমলালেবু ও আনারসের চাষ করে স্বাবলম্বনের পথ দেখাল পোলেণ্ডসন রিম্বাই


বিপ্লব দেবঃ হাফলং
 ডিমা হাসাও জেলার বিখ্যাত গ্রাম জাটিঙ্গার বছর ২৫-এর যুবক পোলেণ্ডসন রিম্বাই কমলালেবু ও আনারসের ক্ষেত করে দেখিয়ে দিলেন স্বাবলম্বিতার এক নতুন পথ। কৃষি কাজে পোলেণ্ডসনের কষ্ট এবং অধ্যবসায় এসেছে ব্যাপক সফলতা। দূর্গম পাহাড়ি অঞ্চলে সব সময় ক্ষেতকৃষি নিয়েই ব্যস্ত থাকেন পোলেণ্ডসন। গত এপ্রিলে অসম থেকে  ১৫ জনের এক কৃষক দল শিক্ষামূলক ভ্রমনে ভিয়েতনামে গিয়েছিল। ওই দলের অন্যতম সদস্য ছিলেন পাহাড়ি জেলার জাটিঙ্গার যুবক পোলেণ্ডসন রিম্বাই। এই সুত্রেই প্রথমবারের জন্য বাইরে বেড়িয়েছিলেন তিনি। ভিয়েতনাম থেকে ফিরে পোলেণ্ডসন রিম্বাই তার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে বলেন। রাজ্যের ১৫ জন কৃষকের মধ্যে যখন তার নাম ভিয়েতনাম যাওয়ার জন্য নির্বাচিত তখনই তিনি উৎফল্লিত হয়ে উঠেন। তখন থেকে পোলেণ্ডসন ঠিক ওই শিক্ষামূলক ভ্রমন থেকে ফিরে এসে তিনি সেখানে দেখা সব পদ্ধতি নিজের ক্ষেতে ব্যবহার করবেন। তিনি বলেন ভিয়েতনাম একটি কৃষিপ্রধান দেশ সেখানকার কৃষকরা কৃষিকর্মে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। পোলেণ্ডসন রিম্বাই বলেন ভিয়েতনাম থেকে শিক্ষা গ্রহন করে এসে সেখানকার কৃষি কর্মের বিভিন্ন পদ্ধতি এখন তিনি নিজের ক্ষেতে প্রয়োগ করতে আগ্রহী। ভিয়েতনামে শিক্ষামূলক ভ্রমনে যাওয়ার জন্য পাহাড়ি জেলা থেকে তাকে সুযোগ করে দেওয়ার জন্য পোলেণ্ডসন রিম্বাই রাজ্যসরকার ও উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাটিঙ্গাতে আনারস ও কমলালেবুর ক্ষেত করে আজ পোলেণ্ডসন এক সফল কৃষক হিসেবে উঠে এসেছেন অসমের এই অন্যতম পাহাড়ি জেলায়। দেশান্তরি যাযাবর পাখিরা এই জাটিঙ্গা পাহাড়ের কোলে এসে স্বইচ্ছায় আত্মহত্যা করে বলে প্ৰবাদ আছে।তা আজও রহস্যাবৃত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.