Header Ads

স্বাধীনতা দিবসের প্ৰাক্ কালে হাফলংয়ে শম্ভুধন মূর্তিতে গার্ড অব ওর্নার দিচ্ছে ৪৩ অাসাম রাইফেল


বিপ্লব দেব, হাফলংঃ দেশের ৭২তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর মূর্তিতে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন জানায় ডিমা হাসাও জেলাবাসী। ডিমাসা সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশ হসম ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন ও ডিমাসা মাদারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ৪৩ আসাম রাইফেলসের সহযোগিতায় শৈল শহর হাংফলঙের মেইন রোড সংলগ্ন স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর মূর্তিতে মঙ্গলবার বিকেলে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অবসর প্রাপ্ত আইএস অফিসার সুভাষ লংমাইলাই ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া পুলিশসুপার প্রশান্ত শইকীয়া জাদিখে নাইশো হসমের সভাপতি কল্যান দাওলাগাপু ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন ডিমাসা মাদারস অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যা সহ শহরের বিশিষ্ট ব্যাক্তিরা শম্ভুধনের মূর্তিতে ডিমাসা গামছা (রিশা) ও মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এদিকে বীর শম্ভুধন ফংলোর মূর্তির পাশে ৪৩ আসাম রাইফেলসের জওয়ানরা গার্ড ওর্নার দেয়। উল্লেখ্য কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই ২০১৬ সালে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোকে ফ্রিডম ফাইটার হিসেবে স্বীকৃতি প্রদান করে কেন্দ্র সরকার। ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর শম্ভুধন ফংলোর অবদান অনস্বীকার্য বলে শিলচরে নমামী বরাক উৎসবে মন্তব্য করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.