Header Ads

ডিমা হাসাও জেলায় লক্ষ্যাধীক টাকার চোরাই কাঠ বাজেয়াপ্ত করল পুলিশ


বিপ্লব দেব, হাফলংঃ কাঠ ডিমা হাসাও জেলায় শনিবার চোরাই কাঠ সহ একটি লড়ি আটক করে ডিমা হাসাও পুলিশ। ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশু থানার অন্তর্গত সাংবার ফরেষ্ট রেঞ্জ এলাকা থেকে ডিমা হাসাও জেলার পুলিশসুপার প্রশান্ত শইকীয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে চোরাই কাঠ সহ একটি লড়ি তার চালককে আটক করে। জানাগেছে শনিবার সংবার ফরেষ্ট রেঞ্জ এলাকা থেকে এনএল০১কিউ ২৩৮৯ নম্বরের লড়ি বৃহৎ পরিমানে পাইন কাঠ বাইরে পাচার করার পথে পুলিশসুপার প্রশান্ত শইকীয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী লড়িটি আটক করে প্রচুর পরিমানে লক্ষ্যাধীক টাকার পাইন কাঠ বাজেয়াপ্ত করে লড়ি সহ চোরাই কাঠ বনবিভাগের হাতে সমঝে দেয় ডিমা হাসাও পুলিশ। উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর থেকে বন বিভাগের সাংবার রেঞ্জ এলাকায় পাইন গাছ কেটে মেশিন দিয়ে তা চেরাই করে জেলার বাইরে পাচারে যুক্ত রয়েছে কিছু দূষ্কৃতীকারীর দল। এমনকি ওই এলাকা থেকে কাঠ পাচার করতে গিয়ে এর আগে ও কিছু দূষ্কৃতীকারী গ্রেফতার হয়েছিল বলে বনবিভাগ সুত্রে জানা গিয়েছে। তারপরও সাংবার ফরেষ্ট রেঞ্জ এলাকা থেকে  বনবিভাগের চোখে ধূলো দিয়ে অবাধে গাছ কেটে বাইরে পাচার করে চলছে চোরাকারবারীরা।পুলিশের হাতে আটক লড়ি সহ বাজেয়াপ্ত করা কাঠ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.