Header Ads

হাফলং রোটারি ক্লাবের হেরিটেছ ওয়াকের আয়োজন


বিপ্লব দেব, হাফলংঃ শতাব্দী প্রচীন লামডিং-বদরপুর মিটারগেজ রেল পথকে পর্যটকদের সামনে তুলে ধরতে রোটারি ক্লাব হাফলং আগামী ২৫ আগষ্ট হেরিটেজ ওয়াকের আয়োজন করছে। ডিমা হাসাও জেলা পর্যটন বিভাগের সহযোগিতার রোটারি ক্লাব হাফলং এই হেরিটেজ ওয়াকের আয়োজন করেছে। শতাব্দী প্রাচীন লামডিং -বদরপুর মিটারগেজ রেল পথের পুরোন লোয়ার হাফলং স্টেশন থেকে হারাঙ্গাজাও পর্যন্ত এই হেরিটেজ ওয়াক অনুষ্ঠিত হবে। ডিমা হাসাও জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এই হেরিটেজ ওয়াকের আয়োজন বলে জানান উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে থাকা পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইএম কুলেন্দ্র দাওলাগাপু। তিনি বলে বরাইল পাহাড়ের বুক চিরে যাওয়া ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন লামডিং-বদরপুর মিটারগেজ রেলপথ সব সময় পর্যটকদের কাছে আকর্ষনীয়। কুলেন্দ্র বলেন শতবর্ষ প্রাচীন মিটারগেজ রেলপথের সুড়ঙ্গ গুলিকে কি ভাবে সংরক্ষণ করে রাখা যায় এনিয়ে চিন্তা চর্চা চলছে। কুলেন্দ্র বলেন ডিমা হাসাও অসমের মধ্যে এক অন্যতম পর্যটন কেন্দ্র স্থল হিসেবে পরিচিত। উমরাংশু পানিমর জলপ্রপাত এখন দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষনীয় স্থান হিসেবে উঠে এসেছে। রাজ্যের পর্যটন নিগম ডিমা হাসাও জেলাকে অসমের এক অন্যতম পর্যটন কেন্দ্র স্থল হিসেবে গড়ে তুলতে চাইছে। কুলেন্দ্র দাওলাগাপু বলেন রাজ্য সরকারের সহযোগিতায় হাফলং জাটিঙ্গা উমরাংশু মাইবাং কে নিয়ে ট্যুরিজম সার্কিট হিসেবে গড়ে তুলা হবে। ডিমা হাসাও জেলার পর্যটন শিল্পের উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে মিলে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে জেলার বিভিন্ন স্থানে পর্যটন নিবাস আইবি অতিথিশালা নির্মান করা হচ্ছে নতুবা পুরোন আইবি অতিথিশালা সংস্কার করা হচ্ছে অন্যদিকে পানিমরে পর্যটকদের জন্য ১৭ কোটি টাকা ব্যায়ে এক অতিথিশালা নির্মান করা হচ্ছে। বর্তমানে অসমের পর্যটন মানচিত্রে ডিমা হাসাও জেলা অন্যতম জায়গা করে নিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.