Header Ads

অসমের গ্ৰামের অতি সাধারণ ঘরের মেয়ে জাকার্তার এশিয়ান গেমসে দু দুটি রোপ্য পদক পাওয়ার পর সারা দেশের প্ৰশংসা অর্জন করেছেন


অসমের নগাঁও জেলার ধিংয়ের অনগ্ৰসর গ্ৰাম কান্দুলিমারি গ্ৰামের অতি সাধারণ ঘরের মেয়ে জাকার্তার এশিয়ান গেমসে দু দুটি রোপ্য পদক পাওয়ার পর সারা দেশের প্ৰশংসা অর্জন করেছেন। এখনও ৪০০ মিটার দৌড় বাকি আছে।সোণা জয়ের সম্ভাবনা ফুরিয়ে যায় নি। এ অবস্থায় হিমা ফেস বুকে পোষ্ট করে তার বিরুদ্ধে একাংশের সমালোচনায় তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ করে বলেছেন, এই সমালোচনার জন্য তার মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে।তার জন্যই তিনি ২০০ মিটার দৌড়ে ব্যর্থ হয়েছেন। আত্মবিশ্বাসে ভরপুর হিমা সোণা জয়ের লক্ষ্যে এগোচ্ছেন।


No comments

Powered by Blogger.