Header Ads

শিলচর ব্রডগেজ রেলপথে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক স্টুডেন্ট ফোরামের


বিপ্লব দেবঃ হাফলং
লামডিং-শিলচর ব্রডগেজ নির্মান কাজ করতে গিয়ে নিউহাফলং থেকে নিউহারাঙ্গাজাও পর্যন্ত ক্ষতিগ্রস্থ জমির মালিকদের উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ মিটিয়ে না দেওয়ার জেরে আগামী ৯ আগষ্ট থেকে পাহাড়ে অনিদৃষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেয় এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম। ওই একই দিন থেকে রেল অবরোধের পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁওয়ে অনশনে বসার সিদ্ধান্ত নেয় এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম। ছাত্র সংগঠনটির সভাপতি ডেভিড কেভম জানিয়েছেন লামডিং-শিলচর ব্রডগেজ নির্মান কাজ করতে গিয়ে নিউহাফলং থেকে নিউহারাঙ্গাজাও পর্যন্ত অংশে প্রায় ৫০ টি গ্রামে পাহাড় কেটে মাটি ডাম্পিং করার দরুন প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এমনকি ওই পরিবার গুলির কৃষি জমি নষ্ট হয়ে যায়। ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম উত্তর পূর্ব সীমান্ত রেলের কাছে ওই সব ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসলে রেল কর্তৃপক্ষ এনিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করে ডেভিড কেভম বলেন ক্ষতিপূরণের দাবিতে গত ১ এপ্রিল থেকে ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম পাহাড়ে রেল অবরোধ গড়ে তুলে। অবশেষে রাজ্যসরকার ও উত্তর পূর্ব সীমান্ত রেলের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি নিয়ে আলোচনায় বসার ডাক পাওয়ায় ছাত্র সংগঠনটি সে সময় রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছিল। এবং গত ২ মে রাজ্যের মুখ্যসচিব টি ওয়াই দাসের পৌরহিত্যে দিসপুরে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ডিমা হাসাও জেলাপ্রশাসন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের আধিকারিক ও ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব টি ওয়াই দাস রেল কর্তৃপক্ষকে দু মাসের মধ্যে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে বলেন। এবং দু মাসের মধ্যে যদি রেল ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দেয় তা হলে রাজ্যসরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানোর পর ও রেল কর্তৃপক্ষ ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার আড়াই মাস পেরিয়ে যাওয়ার পর রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ জমির মালিকদের এখনও ক্ষতিপূরন মিটিয়ে দেয় নি।  ডেভিড কেভম বলেন ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম শান্তিপূর্ণ ভাবেই এই সমস্যার সমাধান চাইছিল কিন্তু উত্তর পূর্ব সীমান্ত রেল ও রাজ্যসরকার শান্তিপূর্ন সমাধান চাইছেনা তাই আগামী ৯ আগষ্ট থেকে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে অনিদৃষ্টকালের জন্য রেল অবরোধের পাশাপাশি রেলের সদর দপ্তর মালিগাঁওয়ে অনশনে বসবে ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম আর এতে যদি কোনও অপ্রিতিকর পরিস্থির সৃষ্টি হয় তারজন্য দায়ি থাকবে উত্তর পূর্ব সীমান্ত রেল ও রাজ্যসরকার বলে মন্তব্য করেন ডেভিড কেভম

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.