Header Ads

প্ৰা্ক্তনমন্ত্ৰী আবু সালেহ নাজমুদ্দিন সাহেবের নেতৃত্বে এক প্ৰতিনিধি দল অসমের মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ

গুয়াহাটিঃ প্রাক্তন মন্ত্রী তথা বরাক ভ্যালি ইণ্ডিজিনিয়াস পিপল কন্ফারেন্স সংগঠনের সভাপতি আবু সালেহ নাজমুদ্দিন সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেঘালয়ে প্রবেশের ক্ষেত্রে বরাক উপত্যকার সাধারণ মানুষকে তাদের নাগরিকত্বের প্রমান দেখার নামে অনৈতিক ভাবে যে হয়রানি করছে তা প্রতিহত করাতে আসাম সরকারের দ্বারা বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে রাজ্যের মুখ্য সচিব শ্রীমতী টি ওয়াই দাসের সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে নাজমুদ্দিন সাহেব ছাড়াও সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা ফুজাইল আহমদ ও গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা হিফজুর রহমান চৌধুরী ও সাথে ছিলেন। মুখ্যসচিব বিষয়টি খুবই গুরুত্বসহ গ্রহণ করেন ও সাথে সাথে মেঘালয়ের মুখ্যসচিবের সাথে ফোন যোগে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনাধীন করার আহ্বান জানান। এবং সাথে সাথে আমাদের আবেদনপত্রে উনার নির্দেশ লিপিবদ্ধ করে আসাম সরকারের পক্ষ থেকে মেঘালয়ের খাসি ছাত্র সংস্থা দ্বারা গৃহীত উক্ত অনৈতিক ও অনধিকার হেনস্থা বন্ধ করাতে মেঘালয় সরকারের কাছে লিখিত পত্র প্রেরনের জন্য  তখনই ব্যবস্থা নিতে বলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.