রাজ্যে সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও আপার প্রাইমারি স্কুল গুলিতে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কমছে
বিপ্লব দেবঃ হাফলং
৩০ আগষ্টঃ অসমে নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আপার প্রইমারি বিদ্যালয় গুলিতে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা দিনের পর কমছে। একই অবস্থা অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে। ২০১৭ সালে অসমের ৪৭৬ টি সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও ৯৫ টি আপার প্রাইমারি বিদ্যালয়ে নতুন কোনও ছাত্রছাত্রী ভর্তি হয় নি। এমনই তথ্য উঠে এসেছে সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্প অনুমোদনের জন্য বোর্ডের একটি সভায়। জানা গেছে সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও আপার প্রাইমারি বিদ্যালয় গুলিতে নতুন করে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না। বেশীর ভাগ ছাত্রছাত্রী বেসরকারি স্কুলের দিকেই ঝুঁকছে। এবং বেশীর ভাগ অবিভাবকরা তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে ভর্তি না করে বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন এমনকি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে ভর্তি করছেন। কারন সরকারি স্কুলে শিক্ষার মানদন্ড নিয়ে সকলেই সন্দিহান। আর তার প্রমান মিলতে শুরু করেছে অসমে ছয় হাজার স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫ জনের নীচে বিশেষ করে শহরাঞ্চলে সরকারি স্কুল গুলির অবস্থা শোচনীয় তবে নিম্ন অসমের চর অঞ্চলে সরকারি স্কুল গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেশী। যে সব সরকারি নিম্ন প্রাথমকি বা আপার প্রাইমারি স্কুল গুলিতে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কম বা নতুন করে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না এমন স্কুল গুলিকে শিক্ষা বিভাগের নির্দেশে বন্ধ করে পাশের কোনও স্কুলের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। হাফলং শহরে পিসিমা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে কোনও ছাত্রছাত্রী ভর্তি হচ্ছেনা তাই সরকারি নির্দেশে ওই স্কুল বন্ধ করে দিয়ে হাফলং শহরের বয়েজ এলপি স্কুলের সঙ্গে একত্রিকরন করা হয় পিসিমা নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে। সরকারি সুত্রে জানা গিয়েছে যে সব নিম্ন প্রাথমিক বিদ্যালয় বা আপার প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা নেই সেই সব স্কুল এবার থেকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাশের অন্য কোনও স্কুলের সঙ্গে সংযুক্ত করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে








কোন মন্তব্য নেই