Header Ads

মোমোর আতঙ্ক অসমেও?


গুয়াহাটিঃ এক বিভৎস মুখ আপনার হোয়াটসআ্যপ-এ ভেসে উঠছে, এক অচেনা নম্বর থেকে ‘‘আপনাকে শুভেচ্ছা জানিয়ে বলছে, কেমন আছেন, আপনার সব খবর আমরা রাখি, আমর নিৰ্দেশ ও পরামৰ্শ মেনে চললে আপনার লাভ হবে।” আপনি হয়তো অচেনা কণ্ঠস্বরে মোহিত হয়ে জবাব দিতে থাকলেন, তখনই আপনার অজান্তে মৃত্যুর দৌড়গোঁড়ায় পৌঁছিয়ে গেলেন। আপনাকে আত্মহত্যা করতে বাধ্য করতে পারে। এই রকমই এক আতঙ্কের নাম ‘মোমো'। এক বিভৎস মুখের ছবি। এর আগে ‘ব্লুু হোয়েল' অৰ্থাৎ নীল তিমির খপ্পরে পরে দেশের বেশ কয়েকজন কিশোর-কিশোরী প্ৰাণ দিয়েছেন। এবার পশ্চিমবঙ্গের দাৰ্জিলিং জেলায় একজন স্কুল ছাত্ৰ ‘মোমো'র নিৰ্দেশ মেনে আত্মঘাতি হয়েছেন। পশ্চিমবঙ্গের পুলিশের কনস্টেবল শেফালি রায়কে ‘মোমো’ ফোন করে বলেন, হাই আমি ‘‘মোমো’ তোমার সঙ্গে খেলা করবো।’’ ধুপগুডির সুকান্ত কলেজের ছাত্ৰী মুন আহমেদ ‘মোমো’র কাছ থেকে ভিডিয়ো কল পান বলে সংবাদ পত্ৰ সূত্ৰে জানা গেছে। অসমে ‘মোমো' আতঙ্ক আসছে বলে বাঙ্গলোর পুলিশ সতৰ্ক করে দিয়েছে। রাজ্য পুলিশের কাছেও সেই  ‘মোমো'র খবর পৌঁছিয়েছে।  



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.