Header Ads

ডিমা হাসাও পার্বত্য জেলায় স্বাধীনতার ৭২ বছর পর ও উন্নয়নের ছোঁয়া লাগেনি সেমখর গ্রামে

 সেমখর গ্রাম
বিপ্লব দেবঃ হাফলং 
ডিমা হাসাও জেলার সবচেয়ে পুরোন গ্রাম হচ্ছে সেমখর। মাইবাং মহকুমার অন্তর্গত ডিমাসা অধ্যষিত সেমখর হচ্ছে পাহাড়ি জেলার সবচেয়ে পুরোন গ্রাম। ডিমা হাসাও জেলার অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী এলাকায় এই গ্রাম অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই গ্রামে বসবাস রত ডিমাসাদের বলা হয় সেমসা ডিমাসা। স্বাধীনতার ৭২ বছর পার হওয়ার পর ও ওই সেমখর গ্রামে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। সড়ক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এই সেমখর গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচন কেন্দ্র সেমখর গ্রাম থেকে অনেক জন প্রতিনিধি ভোটে জয়ী হয়ে আসলে ও সেমখর গ্রামের উন্নয়ন তেমন কিছু হয় নি। গ্রামবাসীদের অভিযোগ এক সময়ের ডিমাসা রাজার রাজধানী মাইবাং থেকে ও পুরনো গ্রাম হচ্ছে সেমখর কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সেমখর গ্রামের ৯৫ শতাংশ মানুষই ক্ষেতকৃষির উপর নির্ভরশীল জুম ক্ষেত করেই জীবিকা নির্বাহ করেন সেমখর গ্রামের মানুষ। তাই প্রথমে সেমখর গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে অবিলম্বে পদক্ষেপ গ্রহন করতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.