Header Ads

ডিমা হাসাও জেলায় উন্নয়নের কৃতিত্বের দাবি নিয়ে কংগ্রেস বিজেপির মধ্যে তরজা


বিপ্লব দেবঃ হাফলং  ইতিহাস কে দোষ না দিয়ে পার্বত্য পরিষদের কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানায় ডিমা হাসাও জেলাা কংগ্রেস। পাহাড়ি জেলার  উন্নয়নের কৃতিত্ব নিয়ে তরজায় বিজেপি ও কংগ্রেস। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসার বক্তব্য ১৯৫২ সালে পরিষদ গঠন হওয়ার পর থেকে পাহাড়ি জেলার উন্নয়ন হয়নি। তবে বিজেপি পার্বত্য পরিষদে ক্ষমতায় আসার পরই উন্নয়ন শুরু হয়েছে। এতেই চটে লাল হয়ে যায় জেলা কংগ্রেস নেতৃত্ব। সোমবার হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সন্মেলন ডেকে জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক কালীজয় সেঙ্গইয়ং কংগ্রেস আমলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন ১৯৯০ সালের পর থেকে জঙ্গি সমস্যার দরুন পাহাড়ি জেলার উন্নয়ন থমকে পড়েছে। কংগ্রেস আমলেই জেলার রাস্তাঘাট থেকে শুরু শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে উন্নয়ন শুরু হয়। কিন্তু একমাত্র জঙ্গি তৎপরতার জন্যই উন্নয়ন থমকে পড়ে এর জন্য দায়ী কারা এমন প্রশ্ন তুলে কালীজয়বাবু বলেন এই কংগ্রেস সরকারই জঙ্গি গোষ্ঠী গুলিকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে এনেছে তাই আজ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে তারপর ও রাস্তাঘাট থেকে শুরু করে কোনও কিছুর উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন কালীজয় সেঙ্গইয়ং বলেন ইতিহাসকে বিদ্রুপ বা দোষারোপ না করে উন্নয়নের লক্ষ্যে কাজ করা উচিত বর্তমান শাসক দলের। সাংবাদিক সন্মেলনে কংগ্রেস নেতা অরিপম বডো বলেন জঙ্গি সমস্যার দরুনই পার্বত্য পরিষদের কর্মচারীর বেতন সমস্যার মূল কারন। সুভাষ দাস কমিশনের প্রতিবেদন তা উল্লেখ রয়েছে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ জঙ্গি ডেরায় চলে যেত ঠিকাদারদের হাত দিয়ে এমনই প্রতিবেদন ছিল সুভাষ দাসের এরই পরিপ্রেক্ষিতে বেতন সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়ে অরিপম বডো বলেন বর্তমান ভিআরএস প্রকল্প শুরু করছে তা ও সুভাষ দাস কমিশন প্রস্তাব রেখেছিল। অরিপম বডো বলেন বেতন সমস্যার জন্য পার্বত পরিষদের নর্মাল সেক্টরের ৪০০ কর্মচারীকে ভিআরএস না দিয়ে ওই সব কর্মচারীকে রাজ্যসরকারের খালি পরে থাকা পদ গুলিতে স্থানান্তরিত করে সমস্যার সমাধান করা উচিত বলে সাংবাদিক সন্মেলনে মন্তব্য করেন অরিপম বডো। সাংবাদিক সন্মেলনে ডেনিয়েল লাংথাসা বলেন ইতিহাসকে দোষারোপ করে কোনও কাজ হয়না তাই ১৯৫২ সালে পার্বত্য পরিষদ গঠন হওয়ার পর পাহাড়ি জেলার উন্নয়ন হয়নি এ বলে পূর্বের নেতাদের দোষারোপ না করে উন্নয়নের লক্ষ্যে বিরোধী দল গুলিকে সঙ্গে নিয়ে কাজ করা প্রয়োজন। তিনি বলেন বর্তমান বিজেপি শাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা ইতিহাসকে দোষারোপ না করে যাতে পরিষদের কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহন করেন এ পরামর্শ দেন ডেনিয়েল লাংথাসা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.