Header Ads

কংগ্রেসের বনধে হাফলং শহরের জনজীবন স্তব্দ ছিল সোমবার

কংগ্রেসের ডাকা ডিমা হাসাও জেলা বনধ ছিল আংশিক                                                 

বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলা কংগ্রেসের ডাকা পাহাড় বনধে সোমবার জেলার সদর শহর হাফলঙের জনজীবন ছিল সম্পূর্ণ বিপর্যস্ত। তবে বনধ পালিত হয় শান্তিপূর্ণ ভাবে। তবে কংগ্রেসের ডাকা ১০ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধের প্রভাব ছিল আংশিক। সোমবার কংগ্রেসের ডাকা বনধের বিরোধিতা করেছিল বিজেপি দল। কিন্তু তারপর পরও বনধকে ঘিরে কোন ধরনের অপ্রতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বনধকে কেন্দ্র করে জেলাপ্রশাসন পুরো জেলা জুরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলে ছিল। এদিকে কংগ্রেসের ডাকা ১০ ঘন্টা ডিমা হাসাও বনধের প্রভাব জেলার সদর শহর হাফলং মাহুর উমরাংশু হারাঙ্গাজাও ও দিয়ুংমুখে ছাড়া মহকুমা সদর মাইবাং লাংটিং হাতিখালি দিহাঙ্গীতে পড়েনি। মাইবাং লাংটিংয়ে বিজেপি কর্মী সমর্থকরা জোর করে বাজার হাট দোকান পাট খুলিয়ে দেয়। তাই এসব এলাকায় বনধের তেমন প্রভাব পড়েনি। এদিকে দিয়ুংব্রা এলাকায় কংগ্রেসের কিছু সদস্য জোর করে দোকান বন্ধ করানোর চেষ্টা করলে পুলিশ এসে কংগ্রেস সদস্যদের সড়িয়ে দেয়। তবে বনধ আংশিক হলে ও জেলার জনজীবন সোমবার সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। এদিকে বনধের ফলে সদর শহর হাফলঙে বাজার হাট দোকানপাট স্কুল কলেজ ব্যাঙ্ক পোষ্ট অফিস এলআইসির মত প্রতিষ্ঠান সবই ছিল বন্ধ। তবে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সচিবালয় জেলাশাসকের কার্যালয় ছিল খোলা এমনকি পার্বত্য পরিষদ কর্তৃপক্ষ পরিষদের অধীনে থাকা সব সরকারি কার্যালয় গুলি খোলা রাখার নির্দেশ দিলে ও সরকারি কার্যালয় গুলিতে কর্মচারীদের উপস্থিতি ছিল একেবারে নগন্য। বনধের দরুন হাফলং থেকে দূরপাল্লার কোনও গাড়ী চলাচল করে নি। তবে পাহাড় লাইনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। উল্লেখ্য ডিএইচডি (জে)-র প্রাক্তন জঙ্গি ডেভিড কেম্প্রাই ওরফে মুপিত রাজিয়ুং ওরফে অ্যাকশন ডিমাসা হাফলং জেলা দায়রা আদালতে যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রয়াত প্রাক্তন সিইএম পূর্ণেন্দু লাংথাসা ও ইএম নিন্দু লাংথাসার খুনে জড়িত ছিল বর্তমান পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা। অ্যাকশন ডিমাসার এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর পাহাড়ি জেলার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠে। কংগ্রেস নেতা পূর্ণেন্দু ও নিন্দু লাংথাসা খুনে জড়িত থাকার অভিযোগে পরিষদের সিইএম দেবোলাল গার্লোসাকে অবিলম্বে গ্রেফতার করা ও বিজেপি শাসিত পরিষদ ভঙ্গ করে পরিষদের দায়িত্ব অসমের রাজ্যপাল নিজের হাতে তুলে নেওয়ার দাবিতে সরব হয়ে উঠে কংগ্রেস। এরই পরিপ্রেক্ষিতে ডিমা হাসাও জেলা কংগ্রেস সোমবার ১০ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.