Header Ads

ইতিশা বকুল বন কলোনিবাসীকে সুন্দর সন্ধ্যা উপহার দিলেন


গুয়াহাটি মহানগরী দেশের মধ্যে অন্যতম দুষিত শহর। পাহাড়, জঙ্গল বিশাল নদ ব্ৰহ্মপুত্ৰ থাকা সত্বেও মানুষের চেতনার অভাবে পরিবেশ প্ৰকৃতি ধ্বংশ হচ্ছে। চার পাশে দুষিত পরিবেশ।গুয়াহাটি মহানগরের অন্তর্গত হাতীগাঁওয়ের বকুল বন হাউসিং কলোনি তার থেক ব্যতিক্ৰম নয়। হাউসিং কলোনির অবসরপ্ৰাপ্ত ইঞ্জিনিয়ার আবু আহমেদ ও পত্নী রহিমা আহমেদের কন্যা ইতিশা সেই দুষিত পরিবেশ থেকে কলোনিবাসীকে রক্ষা করার জন্য নতুন দিশা দেখালেন। গত রবিবার তার উদ্যেগে ফুড হেলথ্ কালচার পোগ্ৰাম হল। এই অনুষ্ঠানে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড০ কে এম বুজরবরুয়া,  জাতীয় পুরস্কার প্ৰাপ্ত কৃষিজীবি সমীর বরদলৈ প্ৰমুখেরা রাসায়নিক মুক্ত অরগানিক ব্যবস্থায় উৎপাদিত ফলমূল, শাক-সব্জী সম্পর্কে সার গৰ্ভ বক্তব্য রাখলেন।দুষিত খাদ্য মানুষের দেহে কি ভাবে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি করে বিভিন্ন রোগের জন্ম দেয় সে সম্পৰ্কে সম্যক ধারণা দিলেন। পরিবেশ প্ৰেমী ইতিশা কলোনিবাসীকে  অরগানিক ব্যবস্থায় উৎপাদিত ফলমূল, শাক-সব্জী সরবরাহের প্ৰতিশ্ৰুতি দিয়েছেন। মনে রখার মতো ইতিশা কলোনিবাসীকে সুন্দর সন্ধ্যা উপহার দিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.