Header Ads

লামডিং এর মনসুরিয়া কুংফু স্কুলের সফলতা, ১৮ টি স্বৰ্ণ পদক



স্বপন দাস, লামডিংঃ আন্তরাজ্য কুংফু প্রতিযোগীতায় লামডিং এর প্রতিযোগীদের দুর্দান্ত সাফল্যে বেজায় খুশি লামডিং বাসী। এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ৬ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত। ৩ দিনব্যপী এই প্রতিযোগীতায় লামডিং এর প্রতিযোগীরা ১৮টি সোনা, ৩টি সিলভার ও ১টি ব্রোঞ্জের পদক পেয়েছেন। সোনা জেতেন যথাক্রমে আদিত্য চক্রবর্তী, রেশ্মা চক্রবর্তী, অস্থাজিতা শর্মা, রীতুরানি পাল, সুরজিত দাস, কাত্যায়ন নাথ, তুহিন দেবনাথ, সৌভিক নাথ, রাজু দাস, সম্রাট দাস, এ দানিশ, সত্যজিত দে, নেহাল বনিক, দীপশিখা দে। সকলেই লামডিং এর মনসুরিয়া কুংফু স্কুলের ছাত্র। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব আচার্য জানানএই প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন মুম্বাইয়ের গ্র্যান্ড মাষ্টার বি এম নাইকেন, মনিপুরের গ্র্যান্ড মাষ্টার শান্তিকুমার সিংনাগাল্যান্ড ও অসমের গ্র্যান্ড মাষ্টার জে জেনেথো আওমী এবং সুজিত তাঁতি। এই আন্তরাজ্য প্রতিযোগীতায় অসম, নাগাল্যান্ড, মনিপুর, মহারাষ্ট্র, বিহার, উত্তর প্রদেশ, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের অংশ নেন। সর্বশ্রেষ্ঠ দলের মর্যাদা পেয়েছে অসম। দ্বিতীয় ও তৃতীয় সেরা দলের তকমা পেয়েছে পশ্চিমবঙ্গ ও নাগাল্যান্ড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.