Header Ads

মোদিকে আলিঙ্গন রাষ্ট্ৰীয় রাজনীতি আলোড়িত


১৯৯ ভোটের ব্যবধানে বিজেপি সরকারের বিপুল জয়

গুয়াহাটিঃ লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাবের উপর বিতৰ্কে প্ৰত্যাশামতই শাসক বিজেপি সরকারের জয় হলো। লোকসভায় উপস্থিত ৪৫১ জনের মধ্যে ৩২৫জন সরকারের পক্ষে ভোট দেন। বিরোধীদের পক্ষে ভোট পড়েছিল ১২৬ জন। ১৯৯ ভোটের ব্যবধানে বিজেপি সরকার প্ৰথম আস্থা ভোটে জয় লাভ করে। তেলেগু দেশম পাৰ্টি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাব উত্থাপন করলেও কংগ্ৰেস দলের সভাপতি রাহুল গান্ধী চটকদারি ভাষণ এবং প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে হঠাৎই আলিঙ্গন রাষ্ট্ৰীয় রাজনীতি আলোড়িত হয়েছে এবং অনেক প্ৰশ্ন উত্থাপিত হয়েছে। প্ৰধানমন্ত্ৰী জবাবি ভাষণে রাহুল গান্ধীকে প্ৰায় উড়িয়ে দিয়ে বলেছেন, রাহুল গান্ধীর চোখের খেলা দেশবাসী দেখেছে। আগামী ২০১৯-এর পরবৰ্তী লোকসভা নিৰ্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। অনাস্থা প্ৰস্তাবে প্ৰমাণ হয়ে গেল কংগ্ৰেসের প্ৰস্তাবিত তৃতীয় বিকল্প জোট সম্পূৰ্ণ ব্যৰ্থ হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.