Header Ads

মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল রাজ্যবাসীকে ফের আশ্বস্ত করে বলেন, এন আর সিতে নাম না থাকলেও ভয় ও আতঙ্কগ্ৰস্থ হবার কারণ নেই


সাম্প্ৰদায়িক উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থাকুনঃ মুখ্যমন্ত্ৰী 

গুয়াহাটিঃ আগামী ৩০ জুলাই জাতীয় নাগরিকপঞ্জীর (এন আর সি) দ্বিতীয় খসড়া তালিকা প্ৰকাশ পাবে। আর মাত্ৰ ৯ দিন বাদে এন আর সি তালিকা প্ৰকাশ পাবে। তা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, পুলিশ প্ৰশাসন রাজ্যের প্ৰত্যেকটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্য অসমে সংখ্যালঘু অঞ্চলের স্পৰ্শকাতর এলাকাগুলিতে পুলিশ বিশেষ দৃষ্টি দিয়েছে। বরাক উপত্যকাসহ সংখ্যালঘু জেলাগুলিতে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ সংখ্যালঘু অধু্যষিত জেলা ধুবড়ীতে অসম সরকারের ‘বীরঙ্গনা কনকলতা বরুয়া' শীৰ্ষক মহিলা সবলীকরণ কৰ্মসূচীতে অংশ গ্ৰহণ করে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বারবার রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, ভয় ও আতঙ্কগ্ৰস্থ হওয়ার কোনও কারণ নেই। যাদের নাম নাগরিকপঞ্জীতে অভূক্ত হবে না, তারা দাবি আপত্তি জানাবার যথেষ্ট সময় পাবেন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বলেন, রাষ্ট্ৰীয় নাগরিকপঞ্জী নিয়ে একাংশ ব্যক্তি সংগঠন অহেতুক সাম্প্ৰদায়িক উসকানিমূলক খবর ছড়ােচ্ছ। যার ফলে রাজ্যের শান্তি সম্প্ৰীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। কোনও ধরণের উসকানিমূলক সাম্প্ৰদায়িক মন্তব্য থেকে দূরে থাকার আহবান জানান মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল ধুবড়ী জেলার গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্ৰর অন্তৰ্গত হালাকুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্ৰাঙ্গনে পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয়ন বিভাগের সৌজন্যে অনুষ্ঠিত মহিলা সবলীকরণ কৰ্মসূচীতে অংশগ্ৰহণ করে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, রাজ্যের ৩৩টি জেলায় ৬৫ লক্ষ পরিবারকে আৰ্থিকভাবে স্বাবলম্বী ও মহিলাদের উপাৰ্জনক্ষম করে তোলোর লক্ষ্যে সরকার নিরললসবাবে কাজ করে যাচ্ছে। ধুবড়ী লোকসভা কেন্দ্ৰের অন্তৰ্গত ৬,৩৭২ মহিলা আত্ম সহায়ক গোষ্ঠীকে ২৫ হাজার টাকা করে মোট ১০ কোটি ৫৪ লক্ষ টাকা করে আৰ্থিক সাহায্য করা হবে। রাজ্যে ৯ টি মহিলা কলেজের মধ্যে ২টি ধুবড়ী জেলাতে স্থাপন করা হবে। ধুবড়ী জেলায় ঐতিহাসিক প্ৰেক্ষাপট ব্যাখ্যা করে মুখ্যমন্ত্ৰী বলেন, এই জেলায় হিন্দু-মুসলিম মানুষ পারস্পরিক সদভাবের সঙ্গে বসবাস করছে। এই অনুষ্ঠানে খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্ৰী ফণী ভূষণ চৌধুরী বলেন, অসম সরকারের মহিলা সবলীকরণ কৰ্মসূচীর ফলে রাজ্যের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পাবে। মহিলাদের উপাৰ্জনের রাস্তা খুলবে। পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয়ন রাজ্যিকমন্ত্ৰী নব কুমার দলে বলেন, রাজ্য সরকার বিগত দুবছরে ১ লক্ষ ১০ হাজারের বেশি মহিলা আত্ম সহায়ক গোষ্ঠীকে আৰ্থিক সাহায্য দিয়েছে। এই সভায় হাউসফেডের অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস, বিধায়ক অশ্বিনী রায় সরকার, বিধায়ক হাফিজ রশিদ আহমেদ, বিধায়ক অশোক কুমার সিংহী, ধুবড়ী জেলার ডেপুটি কমিশনার অনন্ত লাল জ্ঞানী প্ৰমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.