Header Ads

বন্যার জন্য জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা প্ৰকাশের সম্ভবনা কমঃ প্ৰতীক হাজেলা

গুয়াহাটিঃ যা আশঙ্খা করা হয়েছিল তাই সত্যি হতে চলেছে৷ জাতীয় নাগরিকপঞ্জীর (এন আর সি) দ্বিতীয় খসড়া তালিকা প্ৰকাশ অনিশ্চিত হয়ে পড়েছে৷ রাজ্যে ১০টি জেলায় ৭লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে৷ ১৫ জনের মৃত্যু হয়েছে প্ৰায় ১৫০০ গ্ৰাম প্লাবিত৷ আজ জাতীয় নাগরিকপঞ্জীর সময়ক প্ৰতীক হাজেলা বৈদুতিন মাধ্যমকে জানান, বরাক উপত্যকার তিন জেলা, হোজাই এবং পাৰ্বত্য জেলা কাৰ্বি আংলং জেলা ছাড়াও বিভিন্ন জেলায় বন্যায় প্ৰায় ৭০টি এন আর সি সেবা কেন্দ্ৰ প্লাবিত হয়েছে, বন্ধ করে দিতে হয়েছে৷ বন্যার প্ৰকোপ যদি বাড়তেই থাকে তবে ৩০-শে জুন নাগরিকপঞ্জীর খসড়া তালিকা প্ৰকাশ করা সম্ভম হবে না৷ তবে তারা আশাবাদী বন্যার পরিস্থিতি ভালো হলে, তালিকা প্ৰকাশ সম্ভব হবে৷ আমাদের চেষ্টার কোনও ত্ৰুটি নেই৷ তিনি বলেন, আদালতে যাদের বিদেশি হিসাবে মামলা চলছে, এবং ট্ৰাইবুন্যালগুলোতে যাদের মামলা বিচারাধীন তাদের নাম এন আর সির খসড়া তালিকায় অন্তৰ্ভূক্ত করা হবে না৷ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.