Header Ads

সাংবাদিকদের জীবন বীমা

গুয়াহাটিঃ অসমের সরকারী স্বীকৃতিপ্ৰাপ্ত সাংবাদিকদের জীবন বীমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। যাদের ৭০ বছর বয়স পৰ্যন্ত সাংবাদিকদের জন্য ৫ লক্ষ টাকা জীবন বীমার ব্যবস্থা করা হবে সেই সঙ্গে প্ৰতিজন সাংবাদিককে মাসে ১ হাজার টাকা করে সেভিংস হিসাবে জমা দেবে সরকার। রাজ্যের প্ৰায় ১৩০০ সাংবাদিক এই সুযোগ পাবেন বলে সরকারী সূত্ৰে জানা গেছে। আজ আপকু, জাফা, ফটো জাৰ্নালিষ্ট ইউনিয়ন, অসম ইউনিয়ন অফ ওয়াকিং জানালিষ্ট এবং অসম স্পোৰ্টস জাৰ্নালিষ্ট এসোসিয়েশনের প্ৰতিনিধির সঙ্গে আজ দিশপুরে এক বৈঠকে সাংবাদিকদের জীবন বীমা দেওয়ার সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে। জাফার পক্ষে কুঞ্জ মোহন রায়, আপকুর পক্ষে মৌসম জ্যেতি বৈশ্য, কেশব কলিতা, অনুপম নাথ প্ৰমুখ সংগঠনগুলির পক্ষ থেকে উপস্থিত ছিলেন। জনসংযোগ বিভাগের ডিরেক্টার রাজীব প্ৰকাশ বরুয়ার নেতৃত্বে অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।  জাফার পক্ষে কুঞ্জ মোহন রায় জানান, আগামী ১৫ আগষ্ট মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এই সাংবাদিক পেন্সন প্ৰকল্পর শুভ সূচনা করবেন। জাফার পক্ষে তথা দিশপুর প্ৰেস ক্লাবের সাধারণ সম্পাদক রায় জানান, আসাম সরকারের অনুমোদন প্ৰাপ্ত আ্যক্ৰিডিয়েটেড, রোকগনাজইড সাংবাদিকরা এই সুবিধা পাবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.