Header Ads

কান্দি জেল রোডের সঞ্জয় মিশ্র ভারত সেরার সম্মান অর্জন

*ভারতসেরা*  :-
        আমি অবসর গ্রহণের আগে থেকে জড়িত থাকলেও অবসর গ্রহণের পর সক্রিয়তা আরোও বেড়েছে । শুধু মাত্র আমি বলেই নয় আমাদের Indian National Trust for Art and Cultural Heritage ( INTACH ), Murshidabad Chapter এর সকল সদস্যদের সক্রিয় সহযোগিতার জন্য  আমাদের চ্যাপটার  সারা ভারতবর্ষের মধ্যে ২০২৪ সালের জন্য Best Chapter অ্যাওয়ার্ড পেয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে এরকম ২৮৪ টি চ্যাপ্টার বা শাখা আছে । 
       ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর তাঁর পুত্র রাজীব গান্ধী ১৯৮৪ সালে দিল্লিতে এই ট্রাস্ট গঠণ করেন ।
       ভারত সেরার ট্রফি নিয়ে আজ আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হলো বহরমপুরের স্টুডেন্টস্ হেল্থ হোমে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.