Header Ads

রথ যাত্রা উপলক্ষ্যে কিঞ্চিৎ শাখা ত্রিপুরা কৈলাশাহরে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

# রথযাত্রা উপলক্ষে " কিঞ্চিত কৈলাশহর শাখার বেতিক্রম লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। 

# শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র
# চিরাকুটি,  কৈলাশহর ত্রিপুরা ,১৩ জুলাই, ২০২৫ইং 

*কিঞ্চিত কৈলাশহর (ত্রিপুরা )শাখার*  উদ্যোগে এবং জয়দেব ফাংনার সহযোগিতায়  ১৩ জুলাই ২০২৫ ইং সমস্ত দিনব্যাপি *শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের*  ময়দানে  রথযাত্রা উপলক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক দলীয় নৃত্য -গীত,ভজন,বিষ্ণু প্ৰিয়া লোকসংস্কৃতি মূলক কীৰ্তন ,ধর্মীয় পাঠ,গান ইত্যাদি পরিবেশিত হয়।

"কিঞ্চিৎ কৈলাশহর শাখা"র *সভাপতি পূৰ্ণ সিনহা মহাশয় ও সাধারণ সম্পাদিকা লীলাবতী সিনহার* প্রচেষ্টায় পরিচালিত ধর্মমূলক সাংস্কৃতিক আয়োজনের জন্য কমিটির সবাইকে এবং  সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের মাননীয় সমস্ত কর্মকর্তাদের *কিঞ্চিত গোষ্ঠীর কেন্দ্রীয় সমিতি* ', বরপেটা রোড,( আসাম ),থেকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।🙏

"কিঞ্চিত মুখ্য কার্যালয"
   *কিঞ্চিত গোষ্ঠী*
বরপেটারোড, আসাম

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.