ধুবরি তে ১৪৫০ টি গরু চুরি করে কাটা হয়েছে : হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত , ২ জুলাই, গুয়াহাটি : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত ঈদের দিন ধূব রি তে ১৪৫০ টি গরু কাটা হয়েছে।অধিকাংশ গরু চুরি করা কাটা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। তিনি বলেন আগামী ঈদের দিন সেখানে তিনি উপস্থিত থাকবেন।আর গরু কাটা বন্ধ করবেন।তিনি চোরাই গরু গুলি যন্ত্রনা দিয়ে কাটার অভিযোগ করেন। অসমে ধর্মীয় স্থান থেকে ৫ কিলোমিটার দূরে গরু কাটার পরামর্শ দেন।
কোন মন্তব্য নেই