Header Ads

Google কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোর্স চালু করছে

নয়া ঠাহর ,কোলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা A AI     এই সময়ের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি বা  জ্ঞান ভান্ডার  যা অসম্ভব বলে শব্দ নেই।সব সমস্যা সব প্রশ্নের জবাব পাওয়া যাবে।এই কোর্সে শুরু করছে গুগল , যে পরিমাণ জনপ্রিয় তার তুলনা ভু ভারতে নেই। সাংবাদিকদের কাছে গুগল অপরিহার্য  ,সব প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে।এর বিকল্প হিসাবে মেটা   গড়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা  আগামী প্রজন্ম কে কোথায় পাঠিয়ে দেবে টা ভাবাই যাচ্ছে না। ৫ জি এরপর ৬ জি মোবাইল অনেক সমস্যা তৈরি করেছে।পরিবেশ প্রকৃতি ভারসাম্য নষ্ট হচ্ছে
 গুগল ও কি সমস্যা  তৈরি করবে? অদূর ভবিষ্যতে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে। গুগল ফ্রী কোচিং করিয়ে ফ্রী টে সার্টিফিকেট দেবে বলে ঘোষণা করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.