বিমান দুর্ঘটনা :মেইতেই - কুকি সম্প্রদায়ের সম্প্রীতি চির স্থায়ী হয়ে গেল।
মেইতেই- কুকি মৈত্রী অটুট দুই তরুণী ক্রু-র
সদ্য কুড়িতে পা দেওয়া ছটফটে তরুণীর জন্য বোয়িং ৭৮৭ ছিল স্বপ্ন-উড়ান। প্রথম বার দুরপাল্লার বিমান লন্ডন পাড়ি। পেশাদারি আদবকায়দা, ধোপদুরস্ত ইউনিফর্মে চাপা পড়েনি সেই উচ্ছ্বাস। ড্রিমলাইনারে উঠেই বাবা- মা, দিদি-বোন, বন্ধুদের দেখানোর জন্য সেলফি, ভিডিয়ো তোলার ব্যস্ত হয়ে উঠেছিলেন কম্ফলের নানথোই শর্মা কোংব্রাইলাতপাম। মেইতেই সম্প্রদায়ের মেয়ে।
সোনায় সোহাগা! একই বিমান ছিলেন নিজের পাড়াতুতো দিদি লালনুনথিয়েম সিংসন। কুকি। তবে ইম্ফলেই জম্ম ও বেড়ে ওঠা। তাই মেটাতেই ভাষায় চোস্ত। দুই তরুণী অতএব উড়ানে নিজেদের ভাষায় কথা বলার সঙ্গী পেয়েছিলেন। মণিপুরে সংঘর্ষ ছড়ানোর পরে সিংসনের পরিবার ইম্ফলের পাট চুকিয়ে সদর হিলের কাঙ্গুইতে আশ্রয় নিয়েছে। কিন্ত সেই আগুনের আঁচ পড়েনি নানথোই আর সিংসনের সংসন-ও নানথোইয়ের মতোই মোবাইলে ভিডিয়ো তোলায় ব্যস্ত ছিলেন। স্ত্রিনের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে মুখোমুখি ধাক্কা দু'জনের। হেসে মেইতেই ভাষায় ঠাট্টা ছুড়ে দিয়ে ফের স্ত্রিনে নজর দেন তাঁরা। তখনও জানা নেই, এটাই তাঁদের শেষ ছবি হতে চলেছে।








কোন মন্তব্য নেই