শুভ্রাংশু শুক্লের চন্দ্র যানে পাড়ি দেবেন আজ বুধবার
ক্রু ড্রাগন
সব ঠিক থাকলে, আজ বুধবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাত্রার পরিকল্পনা শুভ্রাংশু শুক্লের। বাহন ড্রাগন
ক্যাপসুল: এখানেই থাকেন মহাকাশচারীরা। এখানে তাপমাত্রা ও বাতাসের চাপ নিয়ন্ত্রিত।
ক্যাপসুলের মাথার গোলাকার অংশটি 'নোজ কোন'। মহাকাশে পৌঁছে শেষ রকেটটি বিচ্ছিন্ন হওয়ার পরে ক্রু ড্রাগনকে যখন একা এগোতে হয়,
নোজ কোনের ঢাকনা খুলে যায়। এই ঢাকনার নীচেই থাকে সেন্সর, মহাকাশে এগোনোর থ্রাস্টার এবং ক্রু ড্রাগনের ভিতর থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র- এর প্রবেশের গোলাকার পথটি।
ক্যাপসুলে সর্বোচ্চ সাত জনের জায়গা হতে পারে। তবে নাসা চারটি আসনই রাখে, যাতে আরও কিছু মালপত্র নেওয়া যায়।
মহাকাশচারীর শরীরের গড়ন অনুযায়ী সিটগুলিকে সাজিয়ে নেওয়া যায়। রাকেশ শর্মার পর এই দ্বিতীয় ভারতীয় মহাকাশে যাচ্ছেন।
কোন মন্তব্য নেই