Header Ads

দেশের শৌচালয় এর দূষিত জল বিক্রির ম্যানেজমেন্ট গড়ে তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গরকরি

অমল গুপ্ত ,কোলকাতা:  দেশের অধিকাংশ   রাজনীতিবিদ ,সাংসদ সদস্য অসৎ দেশ ও দশের কথা ভাবেন না।ব্যক্তিগত সম্পদের পাহাড়  গড়তে ব্যস্ত।উজ্জ্বল ব্যতিক্রম নীতিন গারকারী তিনি দেশের বড় বড় নির্মাণ কাজ নির্দিষ্ট সময় সম্পূর্ণ করছেন।তিনি জানান আগামী দু বছরের মধ্যে দেশের প্রতিটি সড়ক আমেরিকার প্রযুক্তি মেনে গড়ে  তোলা হবে।তিনি জমিতে আখ, ভুট্ট, তুলো,  ধান গাছের গোড়া বা অবশিষ্ট পুড়িয়ে কাঠ কয়লা উৎপাদনের প্রযুক্তি আবিষ্কার করে ছেন।   তাঁর পত্নী জৈবিক পদ্ধতি মেনে বড় আকারের পিঁয়াজ উৎপাদন শুরু করেছেন। দক্ষিণ ভারতের প্রতিনিধি কেন্দ্রীয়  সড়ক উন্নয়ন মন্ত্রী  গড়কারী  দেশের জনপ্রতিনিধিদের কাছে উজ্জ্বল   ব্যতিক্রম। তিনি জানান সিঙ্গাপুর মালেশিয়া পদ্ধতি মেনে সড়ক নির্মাণ হবে কারণ প্রায় ৩০ শতাংশ কমে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.