দেশে আবার করোনা সংক্রমণ আসছে?
নয়া ঠাহর,২৫ মে ,কোলকাতা:দেশে দেশে আবার মারাত্বক করোনা সংক্রমনের ঘটনা ঘটেছে।দক্ষিণ ভারতের কেরালা মহারাষ্ট্র এমনকি পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ ধরা পড়েছে।তবে স্বাস্থ্য মন্ত্রক বলেছে ভয়ের কিছু নেই। দেশে এপর্যন্ত ২৫৬ টি এক্টিভ কেস এর কথা জানা গেছে। কেরালা তে বেশি।এই রাজ্যে আগেও সংক্রমণ হয়েছে।তবে সরকারি প্রশাসন কড়া নজর রাখতে পরিস্থিতি অবনতি হয়নি। পশ্চিমবঙ্গের মোগরহট তিনজনের দেহে এই রোগ দেখা দিয়েছে।। স্বাস্থ্য মন্ত্রক সবকে সতর্ক করেছে। দিল্লী সরকার করোনা সংক্রমনের গাইড লাইন প্রকাশ করেছে। দেশে ৮ জন সংক্রমণে মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই