মুর্শিদাবাদ জেলার নদী ভৈরব শুকিয়ে যাচ্ছে
মৃত প্রায় ভৈরব
তীব্র গরমে জেলার নদনদী খাল বিল শুকিয়ে যাচ্ছে। জলসঙ্কট দেখা যাচ্ছে নদীগুলিতে। সংযোগস্থলে বালির চর পড়ে পদ্মার জল প্রবেশ করতে পারছে না ভৈরব নদে।
উংসস্থলে বালির চর পড়ে পদ্মার জল ঢোকা বন্ধ।
নদের বিভিন্ন জেলায় থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি।
অবৈধ ভাবে নদের পার দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে। কখনও ড্রেজিং না হওয়ায় মৃতপ্রায় অবস্থা নদের।
এক সময় ভৈরব নদের মাধ্যমে রিজশাহীর সঙ্গে এই এলাকার বাণিজ্য চলত জলপথে। কিন্ত এখন
বর্ষকাল ছাড়া ভৈরব হাঁটু জল থাকে। মাছের দেখা নেই। সংস্কার দূরের কথা, দিনের পর দিন অবৈধ ভাবে কেটে নেওয়া হচ্ছে মাটি, বালি।
এক সময় সারা বছর ভৈরব নদে জল থাকত। এখন হাঁটু জলও থাকে না। এই গরমে যে নদে ডুবে দিয়ে কেউ একটু স্থান করবে তার উপায় নেই।
যে এলাকা দিয়ে পদ্মার জল ভৈরব আসত, সেখানে এখন বালির চর পড়ে গিয়েছে। ওই এলাকায় অন্তত ড্রেজিং করলেও হয়তো কিছুটা বাঁচাতে ভৈরব। তা না হলে বছর কয়েকের মধ্যেই ওই নদ অস্তিত্ব হারাবে।
কোন মন্তব্য নেই