বরাকের শিলচরে আজ তেরঙ্গা নিয়ে বিজয় দিবস উদযাপন হয়
অমল গুপ্ত ,কোলকাতা: দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে অসমের শিলচর শহরে আজ বিশাল তেরঙ্গা ঝাণ্ডা নিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।যায় জাত ধর্ম নির্বিআজশেষে সব রাজনৈতিক দল সংগঠন এর প্রতিনিধিরা এই বিজয় উৎসবে সামিল হয়েছিল।বিজেপি দলের সব বিধায়ক মন্ত্রী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে তৃনমূল কংগ্রেস প্রতিটি ব্লকে সেনা বাহিনীর প্রশংসা করে বিজয় দিবস পালন করবে।বিজেপি দল বিজয় দিবস করবে।আজ শিলচরে এক ব্যানারে শিলচর ভাষা শহীদদের ছবি দেখা গেল।১৯ মে বিশ্ব কাঁপানো বাধা দিবস শিলচরে ১,জন যুবতী সহ ১১ জন বাঙালি যুবক বাংলা ভাষা রক্ষায় প্রাণ আহুতি দিয়েছিলেন।নিজের মাতৃ ভাষা কে এত ভালবাসা দেশপ্রেমের নজির বরাক উজ্জ্বল নজির তুলে ধরেছে। আজ দিবসে ভাষা শহীদদের স্মরণ করা হয়।








কোন মন্তব্য নেই