অপারেশন সিঁদুর পর অপারেশন কিল্লার নিহত ৩ জঙ্গি
অমল গুপ্ত কান্দি জেল রোড ; এবার দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান বনাঞ্চলে লুকিয়ে থাকা তিন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের কাছ থেকে বহু অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে।লস্কর ই তৈয়বার তিন জঙ্গি লুকিয়ে ছিল। ভারত এখনো অপারেশন সিঁদুর প্রত্যাহার করেনি স্থগিত রাখা হয়েছে। গতকাল কাশ্মীর বিখ্যাত বৈষ্ণব দেবী মন্দির ঘিরে অপারেশন জোরদার করা হয়।গতকাল ব্লাক আউট করা হয়েছিল।পশ্চিমবঙ্গে বীরভূমে গতকাল দুই জামাত জঙ্গি ধরা পড়েছে। কলকাতার জলাভূমি ভরাট করে গুলশান কলোনী মনে এক কলোনী গড়ে উঠেছে।সোশ্যাল মিডিয়াতে ছবি দেখা গেল।সেখানে শুধু রোহিঙ্গা আর বাংলদেশে নাগরিক আছে তাদের সরকারি নথিপত্র করে দেওয়া হয়েছে। রাজ্যের এক মন্ত্রী দাবি করেন রাজ্যে কোনো জঙ্গি নেই। ব্যাঙ্গালুরু থেকে গতকাল প্রায় ৯০০ জন বাংলাদেশি ধরা পড়েছে তাদের সব নথিপত্র সরকার তৈরি করে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেন অসমে যে ব্যক্তি পাকিস্তানকে সমর্থন করবে তাকে গ্রেফতার করা হবে।
কোন মন্তব্য নেই