অসমে পঞ্চায়েত নির্চনের পূর্বে কংগ্রেস ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে
স্ব পন দাস লামডিং(২০এপ্রীল
পন্চয়েত নির্বাচনের পূর্বে লামডিং সমষ্টিতে কংগ্রেছ ঘড় গোছাতে ব্স্হ হয় পরেন। লামডিঙ পৌর ব্লক কংগ্ৰেছ কমিটি এক সংবাদমেলের আয়োজন করে গত কাল। লামডিং সমষ্টিতে আসন্য পঞ্চায়ত নিৰ্বাচনের প্ৰাক্ মূহুৰ্তে কংগ্ৰেছ থেকে পদত্যাগের যোয়ার উঠার বিপরীতে আজ থেকে লামডিংঙ কংগ্ৰেছে ডিজিটেলের মাধ্যমে যোগদানের ব্যবস্থা করেছে ৷ আজ থেকে ৭ দিন প্রজন্ত ডিজিটেল মাধ্যমে সদস্য পদ ভৰ্তির প্ৰক্ৰিয়া আরম্ভ করা হয়েছে ৷ আজ হোজাই জিলার লামডিং ব্লক কংগ্ৰেছ অফিসে এক সংবাদ মেলের মাধ্যমে সদস্য ভৰ্তির প্ৰক্ৰিয়া আরম্ভ করার কথা জানানো হয় ৷ সংবাদমেলে উপস্থিত ছলেন হোজাই জিলা কংগ্ৰেছ সভাপতি বিশ্বজিৎ রায় চৌধুরী, লামডিং পৌর ব্লক সভাপতি উৎপল দাস সমেত বহু কংগ্রেছ কর্মী ।
কোন মন্তব্য নেই