বিশ্ব নারী দিবসে মুর্শিদাবাদ বহরমপুরের চার নারী সেনা
চার যোদ্ধা
জোংস্না হালদার
(ঝালমুড়ি বিক্রেতা)
কী করেন - গত ২৫ বছর ধরে ঝালমুড়ি বিক্রি করেন।
কোথায় - বহরমপুর জজ কোর্টের সামনে।
বন্দনা কর
(ক্ষুদ্র ব্যবসায়ী)
কী করেন - প্রায় ১০ বছর ধরে খাতা, খাম, পেন বিক্রি করেন।
কোথায় - বহরমপুরে মুখ্য ডাকঘরের সামনে।
পাতু হাজরা
(মাছ বিক্রেতা)
কী করেন - ২৭ বছর ধরে মাছ বিক্রি করেন।
কোথায় - বহরমপুরের খোলাবাজারে।
কাজল রায়
(টোটো চালক)
কী করেন - তিন বছর ধরে টোটো চালাচ্ছেন। আগে পরিচারিকার কাজ করতেন।
কোথায় - মূলত বহরমপুর এবং লাগোয়া এলাকায়।( আনন্দবাজার থেকে প্রাপ্ত খবর)
কোন মন্তব্য নেই