Header Ads

বসন্ত এসে গেছে, রক্ত রাঙ্গা পলাশ ফুটতেই তীব্র দাবদাহের হাতছানি

অমল গুপ্ত ১৩ মার্চ ,কোলকাতা : এখন দৌল উৎসবের মরশুম ফাগুনের  অন্তিম ,বসন্ত এসে গেছে , গাছে গাছে রক্ত রাঙ্গা পলাশ। ,গেরুয়া  রাঙ্গা অশোক  কুসুম   প্রকৃতিকে মনোরম করে তুলেছে।এরমধ্যেই তাপ প্রবাহ   বাংলাকে  তাতিয়ে দেওয়ার অশনি সংকেত। রবিবার থেকে আবহাওয়া দফতর   সতর্কতায় জারি করেছে। আলিপুরের  আবহ বিদরা  সতর্ক করে বলেছে স্বাভাবিক থেকে ৫ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে।সর্বচ্চো ৩৮ ডিগ্রি  ইতিমধ্যে কয়েকটি জেলা  তে তীব্র দাবদাহের খবর পাওয়া গেছে।  দাবদাহের সঙ্গে বিভিন্ন অঞ্চলে জল কষ্ট শুরু হয়েছে।  বিহার পালামৌ   ইত্যাদি অঞ্চলে, গাছে   গাছের  অঞ্চলে হাজার হাজার পলাশ ফুল  যত রোদে  দগ্ধ হবে  মহুয়া ফুল তত বেশি ঝরবে। কৃষকরা লাভবান হয়। গরীব কৃষকরা তাপমাত্রা বাড়লে খুশি হয়। বাংলার সঙ্গে সেই সম্পর্ক নেই এই রাজ্যে শুধু সবুজ ধ্বংস। স্নিগ্ধ ছায়া নেই সব জলাশয় ভরাট করার অভিযোগ আসছে।সঙ্গে তাপমাত্রা বেড়েই চলবে। মানুষের যন্ত্রনা ততই বাড়বে। 


  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.