Header Ads

বরাকের রাজনেতিক সমস্যা নিয়ে প্রদীপ দত্ত রায়ের বই বেরোচ্ছে

বরাকের সামাজিক, রাজনৈতিক সমস্যা নিয়ে অন্তদৃষ্টি সম্পন্ন আলোচনা মূলক বই খুব একটা প্রকাশিত হয়নি। 

 প্রদীপ দত্ত রায়ের লেখা প্রথম বই " উপেক্ষিত বরাক " জনপ্রিয়তা লাভের পর দ্বিতীয় বই "এখনো কাঁদছে রত্নগর্ভা বরাক " প্রকাশিত হতে চলেছে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহিদ দিবসে। এই বইয়েও বরাক উপত্যকার সমস্যা উত্তরণের দিক নিয়ে সুগভীর আলোচনা করা হয়েছে। তুলে ধরা হয়েছে জ্বলন্ত সমস্যা গুলি। সফল নেতাদের নেতৃত্ব গুণের পাশাপাশি বিফল নেতাদের নিষ্কর্ম অবস্থানেরও সমালোচনা করা হয়েছে। সবমিলিয়ে সংরক্ষণ যোগ্য এক প্রকাশনা।
এই পুস্তকটিও মানুষের কাছে যথেষ্ট সমাদৃত হবে আশা করা হচ্ছে। 

প্রকাশের স্থান ও সময় পরে জানানো হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.