আই সি ইউ তে হেনস্থা
আইসিইউ-তে যৌন হেনস্থার অভিযোগ
সরকার মেডিক্যাল কলেজের আইসিউ-তে এক কিশোরীকে দফায় দফায় যৌন হেনস্থার অভিযোগ উঠল দুই সাফাই কর্মীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তেমনই হয়েছে বলে মঙ্গলবার রাতে নির্যাতিতা কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ করে। রাতেই ধরা হয় এক জনকে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। অন্য অভিযুক্তের খোঁজ চলছে। বুধবার দুপুরে অন্য রোগীর আত্মীয়দের একাংশ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।








কোন মন্তব্য নেই