Header Ads

মেদিনীপুর হাসপতালে ইচ্ছাকৃত মৃত্যু মামলা

মেদিনীপুর: মামলা অনিচ্ছাকৃত মৃত্যুর 

 মেদিনীপুর মেডিক্যাল কলেজ এক প্রসূতির মৃত্যু এবং চার জনের অসুস্থ মৃত্যু এবং বাকি চার একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শুক্রবার ঘটনার  তদন্ত ভার নিয়েছে সিআইডি। তবে সেই মামলায় মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বিলম্বিত হওয়া মিলিয়ে বারো জনেরই নাম রয়েছে কি না, তা স্পষ্ট করতে চায়নি সিবিআইডি। সুপার-সহ ছ'জন সিনিয়র চিকিৎসককে বিলম্বিত করার নির্দেশিকা অবশ্য এ দিন স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। কিন্তু ছ'জন পোস্ট গ্ৰাজুয়েট ট্রেনি-র বিষয়ে কোনও নির্দেশিকা রাত পর্যন্ত সেখানে পৌঁছয়নি বলেই ওই হাসপাতাল সূত্রে খবর।
   বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রশ্ন, আর জি কর ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে নামা জুনিয়র চিকিৎসকমহলকে চাপে রাখতেই কি প্রকাশ্যে নিলম্বিতের নির্দেশ শুনিয়েছিল রাজ্য প্রশাসন? বিষয়টি নিয়ে খোলসা করে কিছু বলতে চাননি স্বাস্থ্যকর্তারাও। এক কর্তার কথায় নির্দেশ মতো সব কিছু করা হচ্ছে। এই ঘটনায় রাজ্য কতটা কড়া পদক্ষেপ করতে পারে বৃহস্পতিবারই তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে ওষুধ কেনার দায়িত্ব থেকে সরানো হয়েছে এক বিশেষ সচিবকেও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.