Header Ads

অরিজিৎ সিংহ,কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন

কার্তিক মহারাজকে পদ্ম সম্মান 

 গত বছর লোকসভা ভোটের উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের শক্তিপুর এলাকা। পরে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোলমালের জন্য আঙুল তুলেছিলেন বহরমপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার পশ্চিমবঙ্গে প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের চাপে সাধুসন্তদের অপমান করার অভিযোগ তুলেছিলেন ‌।
   
    বঙ্গ ও বাঙালি 

 পদ্মভূষণ 
 বিবেক দেবরায়‌ (সাহিত্য ও শিক্ষা, মরণোত্তর, দিল্লি)

 পদ্মশ্রী 
 অরিজিৎ সিংহ (শিল্পকলা)
 গোকুলচন্দ্র দাস (শিল্পকলা)
 মমতাশঙ্কর (শিল্পকলা)
 নগেন্দ্রনাথ রায় (সাহিত্য ও শিক্ষা)
তেজেন্দ্রনারায়ণ মজুমদার (শিল্পকলা)
  পবন গোয়েনকা (বাণিজ্য ও শিল্প)
 সজ্জন ভজনকা (বাণিজ্য ও শিল্প)
 স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) (আধ্যাত্মিকতা)
  বিনায়ক লোহানি 
 (সমাজসেবা)
 অরুন্ধতী ভট্টাচার্য (বাণিজ্য ও শিল্প মহারাষ্ট্র)
 অরুণোদয় সাহা (সাহিত্য ও শিক্ষা ত্রিপুরা)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.