Header Ads

অসমে দুই জঙ্গি ধৃত

আরও দুই এবিটি জঙ্গি ধৃত অসমে

  বাংলাদেশের আল কায়েদার উপমহাদেশীয় শাখা আনসারুল্লা বাংলা টিম বা এবিটি-র সদস্য আরও ২ জঙ্গিকে ধরল অসম  পুলিশের এসপিএফ। খোঁজ মিলল অস্ত্র প্রশিক্ষণের ঘাঁটির। বিশেষ ডিজিপি হরমিত সিংহ জানান,এটি এবিটি-র নতুন মডিউলের অংশ। কোকরাঝড়ের জয়পুর নমোপাড়ায় তাদের ঘাঁটি থেকে ধরা পড়েছে শেখ আব্দুল জাহের ও রামফলবিল থেকে সাব্বির মির্ধা। উদ্ধার হয়েছে একে-৪৭-এর আদলে তৈরি ৪টি রাইফেল, হাতেগড়া গ্ৰেনেড, ৩৪ রাউন্ড গুলি, একজোড়া তাজা আইইডি ও আইইডি তৈরির সরঞ্জাম। হরমিত জানান, এই নিয়ে এবিটি-র অসম- বাংলা মডিউলে মোট ১০ জনকে ধরা হল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বাংলাদেশিদের অনুপ্রবেশের প্রচেষ্টা বৃদ্ধির নিয়ে উদ্বিগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান আর্থিক সঙ্কটই অনুপ্রবেশ বৃদ্ধির কারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.