অসমে দুই জঙ্গি ধৃত
আরও দুই এবিটি জঙ্গি ধৃত অসমে
বাংলাদেশের আল কায়েদার উপমহাদেশীয় শাখা আনসারুল্লা বাংলা টিম বা এবিটি-র সদস্য আরও ২ জঙ্গিকে ধরল অসম পুলিশের এসপিএফ। খোঁজ মিলল অস্ত্র প্রশিক্ষণের ঘাঁটির। বিশেষ ডিজিপি হরমিত সিংহ জানান,এটি এবিটি-র নতুন মডিউলের অংশ। কোকরাঝড়ের জয়পুর নমোপাড়ায় তাদের ঘাঁটি থেকে ধরা পড়েছে শেখ আব্দুল জাহের ও রামফলবিল থেকে সাব্বির মির্ধা। উদ্ধার হয়েছে একে-৪৭-এর আদলে তৈরি ৪টি রাইফেল, হাতেগড়া গ্ৰেনেড, ৩৪ রাউন্ড গুলি, একজোড়া তাজা আইইডি ও আইইডি তৈরির সরঞ্জাম। হরমিত জানান, এই নিয়ে এবিটি-র অসম- বাংলা মডিউলে মোট ১০ জনকে ধরা হল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বাংলাদেশিদের অনুপ্রবেশের প্রচেষ্টা বৃদ্ধির নিয়ে উদ্বিগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান আর্থিক সঙ্কটই অনুপ্রবেশ বৃদ্ধির কারণ।








কোন মন্তব্য নেই