Header Ads

নাবালিকা ধর্ষণ বাংলা তে

নাবালিকা ধর্ষণে জেল দশ বছরের 

 এক কিশোরীকে ধর্ষণের ঘটনার সাড়ে নয় বছর পর অভিযুক্তকে  সাজা দিল কান্দি আদালত। বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি আদালতে অতিরিক্ত জেলা দায়রা আদালতে ওই সাজা ঘোষণা হয়। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তকে দশ বছর জেল ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর জেলের নির্দেশ দিয়েছেন বিচারক।
   আদালত সূত্রে জানা যায় ২০১৫ সালে ১১ মে জেলার একটি গ্রামের ক্যানেলের ধার  দিয়ে এক কিশোরী সন্ধ্যায় একা বাড়ি ফিরছিল। এলাকার এক যুবক ওই কিশোরীকে ক্যানেলের পাশে ধান খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘটনার পর ওই কিশোরী অসুস্থ হয়ে যায় এবং এলাকার হাসপাতালে তার চিকিৎসাও চলে। ঘটনার দিন কিশোরীর মা পুলিশ অভিযুক্তকে গ্ৰেফতার করে। সেই সময় কিছু দিন জেল হওয়ার পর অভিযুক্ত জামিনে ছাড়া পায়।
    আদালতে অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষী গ্ৰহন শুরু হয়। নয় জনের সাক্ষ্য গ্ৰহণের পরে ওই আদালতের বিচারক অভিযুক্তকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন। বুধবার অভিযুক্তকে দশ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা সঙ্গে অনাদায়ে আরও এক বছর জেলের নির্দেশ দিয়েছেন বিচারক তারকনাথ ভকত। ওই আদালতের সরকার পক্ষের আইনজীবী সুনীল চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়রা বলেন অভিযুক্তের সাজা ঘোষণা করেছেন বিচারক। ওই ধরনের সাজা ঘোষণার এমন নোংরা অপরাধ মূলক কাজ সমাজে বন্ধ হবে বলে মনে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.