আন্দোলন থামালে চলবে না নির্যাতিতার মা
আন্দোলন স্থিমিত হয়ে যাওয়ার কারণেই সিবিআই সুযোগ পেয়ে গেল। তাই মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিলেন আর জি করের নির্যাতিতার বাবা-মা।
বলেন যত দিন আন্দোলনে চাপ ছিল সঠিক পথে তদন্ত হচ্ছিল। তখনই সকলকে গ্রেফতার করছিল। আন্দোলন আগের মতো থাকলে শিবিআই এই কাজ করতে পারত না।" তাই শুক্রবার সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদ শনিবার শহরের দুই প্রান্তে ফের প্রতিবাদে নামলেন জুনিয়র-সিনিয়র চিকিৎসক থেকে নাগরিক সমাজ। সল্টলেক ও রানি রাসমণ অ্যভিনিউ দু'জায়গার জমায়েতেই হাজির হয়ে নির্যাতিতার বাবা-মাও জানিয়ে দিলেন সব আন্দোলনেই তাঁরা থাকবেন।
৯০ দিন হয়ে গেলেও সিবিআই আর জি করের খুন ধর্ষণের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ার শুক্রবার শিয়ালদহ আদালত সন্দীপ ও অভিজিতের জামিন মঞ্জুর করে। এর পরেই ফের রাস্তায় নেমে আন্দোলনের সিদ্ধান্ত নেয় জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সেই মতো এই দিন দুপুরে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় জুনিয়র চিকিৎসক ফ্রন্ট সহ মেডিক্যাল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর্স ফোরাম এবং নার্সেস ইউনিটির সদস্যরা। অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশে আয়োজন করেছিল অভয়া মঞ্চ। সিবিআই দফতর অভিযান ও তদন্তকারী অধিকারিকের সঙ্গে কথা বলার কর্মসূচী পুরোপুরি শান্তিপূর্ণ ভাবে মেটালেও রানী রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশের শেষে কুশপুতুল দাহ করাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেন কুশপুতুলের আগুনে জল ঢালা হচ্ছে তা নিয়ে পুলিশের সঙ্গে অভয়া মঞ্চের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযান তাঁদের দু-এক জনকে মেরেছে পুলিশ। এক জনের চশমা ভেঙে গিয়েছে।








কোন মন্তব্য নেই