তৃনমূল কংগ্রেস সংসদে মূল্যবৃদ্ধি , বেকারী নিয়ে সরব হবেন
অমল গুপ্ত , কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: তৃনমূল কংগ্রেস দলের ৬টি উপ নির্বাচনে আসনে সেই জয়লাভের পর আজ জাতীয় কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়ের সঙ্গে সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। জেল ফেরত বীরভূমের তৃনমূল নেতা অনুব্রত মণ্ডল ও উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মূল্যবৃদ্ধি বেকারী ইত্যাদি জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হবেন। মিডিয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন অরূপ বিশ্বাস। দলে তিনটি ডিসিপ্লিনারি ।কমিটি গঠন করা হয়েছে।আজ সংসদে শীত কালীন অধিবেশন শুরু হয়েছে। বিরোধীপক্ষ শিল্পপতি আদানী নিয়ে সংসদে বক্তব্য রাখার জন্যে কংগ্রেস সহ অন্যান্যরা দাবি তুলে সদন উত্তাল করে তোলেন।দুবার অধিবেশন মুলতুবি হয়ে যায়। আজ তৃনমূল বৈঠকে সংসদে ,বিধানসভা ও দলের জন্যে তিনটি ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের এই খবর জানান।অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তোলেন ধর্ষনের মত অপরাধে ফাঁসির সাজা র সুপারিশ করা হয়েছে।এই বিলে।
কোন মন্তব্য নেই