জাতিঙ্গা পাহারে টাইগার বিটান নামে এক নতুন প্রজাতির পরিযায়ী পাখি ধরা দিয়েছে
অমল গুপ্ত ১০ নভেম্বর ,সরাইঘাট ট্রেনে বসে: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জাতিঙ্গা পাহাড় থেকে টাইগার বিটান নামে নতুন প্রজাতির পরিযায়ী পাখি ধরার খবর দিয়েছেন। এবার জাতিঙ্গা পাহাড় পরিযায়ী পাখিদের আগমন শুরু হয়েছে। সাইবেরিয়া সহ ঠান্ডা অঞ্চলের পরিযায়ী পাখিরা ভারতের উষ্ণ অঞ্চলে দলে দলে আসে প্রসূতি পাখিরা এসে ফিরে যায় নবাগতদের নিয়ে। অসমের হাফলং ,জাতিঙ্গার বনাঞ্চল দেশান্তরী পাখিতে ভরে যায় কিচির মিচির শব্দে মুখর হয়ে উঠে। (ছবি সাংবাদিক সুদীপ দেব শর্মা)
কোন মন্তব্য নেই