Header Ads

সঞ্জয় কে ঢাকতে পুলিশ গাড়ি

সঞ্জয়ের মুখ বন্ধ রাখতে বিশেষ গাড়ি 
  পুলিশ পাহারার মধ্যে থেকেও সোমবার প্রিজন ভ্যানের জানলা থেকে প্রাক্তন পুলিশ কমিশনারের নাম করে চে চেঁচিয়েছিল আর জি কর মামলার অভিযুক্ত সঞ্জয় রায়। মঙ্গলবার তার মুখ বন্ধ রাখতে নজিরবিহীন পাহারায় তাকে আদালতে আনার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। 
   একটি বিশেষ ধরনের গাড়িতে তাকে আদালতে ঢোকানো হয়। গাড়ির জানলায় কালো কাচ। তার ওপরে লোহার জাল। যাতে কোনও ভাবেই মুখ বাড়িয়ে কিছু বলতে না পারে সে। তা সত্ত্বের আদালত কক্ষে ঢোকার সময় সাংবাদিকদের উদ্দেশে সঞ্জয় বলে আমাকে কিছু বলতে দিচ্ছে না। এ দিন বিকালে আদালত থেকে সঞ্জয়কে প্রিজন ভ্যানে চাপিয়ে ফিরত নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানের সব ক'টি জানলা বন্ধ করে দেওয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.