Header Ads

বেলডাঙায় আজ উঠেছে ১৬৩ ধারা ফিরল ইন্টারনেট

বেলডাঙায় আজ উঠেছে ১৬৩ ধারা ফিরল ইন্টারনেট 
 বেলডাঙার পরিস্থিতি শান্ত হতে জেলা জুড়ে ইন্টারনেট পরিষাবা ফিরল। সরকারি নির্দেশ অনুযায়ী শুক্রবার গভীর রাত থেকে বেলডাঙ্গা শান্তিপুর ও রাজিনগর থানা এলাকা বাদে জেলার বাকি এলাকায় ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। শনিবার সকাল ৯টার পরে বেলডাঙ্গা রেজিনগর ও শান্তিপুর থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে আজ রেজিনগর থানা এলাকায় ১৬৩ ধারা জারি রেখেছে প্রশাসন। এ সবের মধ্যে শনিবার বেলডাঙা স্বাভাবিক দিনের মতো সচল ছিল। এ দিন দোকান বাজার খোলা ছিল‌। বিভিন্ন দোকানে বিক্রেতা ও ভাল পরিমান ছিল। রাস্তায় পুলিশি টহলদারি ছিল।
  শনিবার দুপুরে বেলডাঙ্গার পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা। তিনি বেলডাঙার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। সেখানে মূলত মহিলাদের সঙ্গে কথা বলেন। অর্চনা এ দিন বলেন বেলডাঙা থেকে কিছু মহিলা তাঁদের সমস্যার কথা টেক্সট ম্যাসেজ করে আমাকে জানান। কিছু ছবিও আমি দেখেছি‌। আমাদের চেয়ারপার্সনকে বিষয়টা জানিয়েছি। তিনি আমাকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছেন। আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে এখানে এসেছি। সেটুকু দেখলাম তাতে এটা বড় ঘটনা বলে মনে হয়েছে। বাড়ি ভাঙ্গা হয়েছে জানালা দরজা ভাঙ্গা হয়েছে। মহিলারা ভয়ে রাস্তায় বেরতে পারছেন না। পুলিশ প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছি। যদিও জেলা পুলিশের এক আধিকারিক জানান একটি ঘটনা ঘটেছিল। পুলিশ আইনি পদক্ষেপ করেছে। বেলডাঙায় শান্তি ফিরেছে। স্বাভাবিক ছন্দে ফিরছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.